ধুনটে দৃষ্টি প্রতিবন্ধীরা পেল স্বপ্নসেবার ঈদ সামগ্রী


প্রকাশের সময় : মে ৬, ২০২১, ৮:৪৬ অপরাহ্ন / ২৬৭
ধুনটে দৃষ্টি প্রতিবন্ধীরা পেল স্বপ্নসেবার ঈদ সামগ্রী

ফজলে রাব্বি মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় হতদরিদ্র ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, চিনি, লাচ্চা সেমাই, ডাল, লবন, তেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বপ্নসেবা নামে বেসরকারি একটি মানবিক সংগঠনের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী দেয়া হয়।

ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। পরে তিনি ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল হক মিন্টু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনজুর রহমান, মেয়র পত্নী রোজিনা খাতুন, স্বপ্নসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সেচ্ছাসেবক আলমগীর হোসেন, নিত্যানন্দ শীল, সজীব আহম্মেদ, প্লাবন আমিন, খালিদ হাসান, হাফিজুর রহমান, ফোরহাদ হোসেন ও আলি আশরাফ।