ধুনটে নির্মানাধীন ১০১টি ঘর পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক


প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২১, ৮:১০ অপরাহ্ন / ৪২৪
ধুনটে নির্মানাধীন ১০১টি ঘর পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক

ফজ‌লে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মানাধীন ১০১টি ঘর পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। রবিবার বিকাল ৫টায় তিনি উপজেলার বিভিন্ন এলাকার এসব ঘর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, ইউপি চেয়ারম্যান আজাহার আলী পাইকাড় ও হারেজ উদ্দিন আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার ১০ টি ইউনিয়নে নির্মানাধীন ১০১টি ঘরের ৯৫ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২০ জানুয়ারী গৃহহীন পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করা হবে।