ধুনটে নৌকার প‌ক্ষে‌ গণসং‌যো‌গে জেলা আ.লী‌গের সাধারন সম্পাদক


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২১, ৬:৩২ অপরাহ্ন / ৬২৫
ধুনটে নৌকার প‌ক্ষে‌ গণসং‌যো‌গে জেলা আ.লী‌গের সাধারন সম্পাদক

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
তৃতীয় ধাপে বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বুধবার রাত ৮টার দিকে ধুনট পৌর এলাকায় তিনি ভোটারদের সাথে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, নৌকার বিজয় মানে গণমানুষের বিজয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, উন্নয়নের বিজয়। নৌকা প্রতিকে ভোট দিয়ে সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবেই ধুনট পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌক প্রতিকের মেয়র প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিক, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস্-উল-আলম জয়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ খান, বগুড়া জেলা আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক মাশরাফি হিরো, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হোসেন সরকার, সহসভাপতি রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, এসএম মাসুদ রানা, দফতর সম্পাদক আফছার আলী, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলাল, শফিকুল ইসলাম চান, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।