ধুনটে পূজামন্ডপ পরিদর্শনে ‌পৌর মেয়র ম‌নোনয়ন প্রত‌্যাশী আরিফ খান


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২০, ৩:০৯ অপরাহ্ন / ৩৭৩
ধুনটে পূজামন্ডপ পরিদর্শনে ‌পৌর মেয়র ম‌নোনয়ন প্রত‌্যাশী আরিফ খান

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) থে‌কে


ধুনট পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য (সুপার ফাইভ) ব্যবসায়ী আরিফ খান। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

রোববার রাতে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি মন্দিরে আগত সনাতন ধর্মের নারী-পুরুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, ৬নংওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি তপু সাহা, সাধারণ সম্পাদক লিখন সাহা, কোষাধ্যক্ষ সাজু সাহা ও যুবদল নেতা ইয়াকুব আলী প্রমুখ।