ধুনটে পৌর‌ মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পৌর এলাকায় বুধবার হরতাল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৬:৫০ অপরাহ্ন / ৩৬৯
ধুনটে পৌর‌ মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পৌর এলাকায় বুধবার হরতাল

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া ধুনট পৌর এলাকায় আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ হরতাল আহবান করেন।

গত শনিবার দুপুর সাড়ে ১২টায় ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধুনট থানার পাল্টা পাল্টি দুটি মামলা দায়ের হয়েছে। তারমধ্যে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু বাদী হয়ে পৌর মেয়র এজিএম বাদশাহ্কে প্রধান আসামী করে ১৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

এদিকে মেয়রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে তাঁর সমর্থকরা রবিবার বিকেল ৩টায় বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান মন্ডল পাবলিক স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করে। পুলিশের বাঁধার মুখে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আকতারের সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার কাউন্সিলর রঞ্জু মল্লিক, ফরহাদ হোসেন ও ধুনট স্টুডেন্ট ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমিন সোহেল। পরে সমাবেশে উপস্থিত নারী-পুরুষ পৌর মেয়রের বাসভবনে যান। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন পৌর মেয়র এজিএম বাদশাহ্।

এসময় এজিএম বাদশাহ্ বলেন নির্বাচনে পরাজিত হয়ে ধুনট পৌরসভার উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ প্রতিবাদ সমাবেশে আসতে আপনাদের বাঁধা দিয়ে ব্যার্থ হয়েছে। পুলিশ দিয়ে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার বাহির থেকে তারা লোকজন নিয়ে এসে পৌরবাসীর উপর হামলা করে পৌর এলাকার রাজপথ রঞ্জিত করার ষড়যন্ত্র করছে। আমি মামলা মোকাবেলা করবো। কিন্তু ন্যয়-অন্যায় দেখে সকল ষড়যন্ত্র আপনাদের মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে পৌরবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় মেয়র মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বুধবার সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করার আহবান জানান।