ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় প্রথম করোনা টিকা গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহনের মধ্যে দিয়ে উদ্বোধণ ঘোষনা করেন। টিকা পুশ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা শিউলী খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হাছিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা প্রমূখ।
উল্লেখ্য এ উপজেলায় প্রথম দফায় ৯ হাজার ২৮২টি করোনার টিকা বরাদ্দ পাওয়া গেছে। দুই ডোজের এই টিকা গ্রহনের এক মাস পর অন্য ডোজের টিকা গ্রহন করতে হবে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :