ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় এনজিও কর্মী মোর্শেদা হক মুকুট মনির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধুনট থানা প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস’র ধুনট শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, কিশোর কিশোরী ক্লাবের প্রোগ্রাম অফিসার মেরিনা জামান, ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন, রুহুল আমিন খান, নুরুজ্জামান সরদার, এএসআই রতন কুমার বর্মন, আতিকুর রহমান ও আব্দুস সালাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :