ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বগুড়ার ধুনট পৌর শাখার অর্ন্তগত ৯টি ওয়ার্ডের প্রস্তাবিত কমিটি গুলো বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ধুনট পৌর বিএনপির আহবায়ক হায়দার আলী মন্ডল ও যুগ্ম আহবায়ক ছননোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা বিএনপির নির্দেশনা মোতাবেক ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ৯টি ওয়ার্ডের প্রস্তাবিত কমিটি তৈরী করে পৌর বিএনপি। এদিকে গত ৩০ জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থের বিনিময়ে অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করেছেন।
এতথ্য নিশ্চিত করে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন বলেন, প্রস্তাবিত কমিটি গুলো বাতিল করা হয়েছে। আগামীতে নতুন করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
আপনার মতামত লিখুন :