ধুনটে বিজয় দিবসের স্মরণিকা ‘হলহলিয়া’ মোড়ক উন্মোচন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২০, ৮:১০ অপরাহ্ন / ২৯০
ধুনটে বিজয় দিবসের স্মরণিকা ‘হলহলিয়া’ মোড়ক উন্মোচন

ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বিজয় দিবসের স্মরণিকা ‘হলহলিয়া’র মোড়ক উন্মোচন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, গণকবর জিয়ারত, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সূর্যদয় থেকে শুরু করে দিনব্যাপী ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এসব কর্মসূচী পালিত হয়। ধুনট প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত বিজয় দিবসের বিশেষ স্মরণিকা ‘হলহলিয়া’র মোড়ক উন্মোচন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি রেজাউল হক মিন্টু, সদস্য মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, লাল মিয়া, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম ও উপজেলা তথ্য আপা আঞ্জুমান আরা সুফিয়া প্রমুখ।