ধুনটে মাস্ক কন‌্যা মুকুট ম‌নির বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মাস্ক বিতরন


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২০, ৮:১৪ অপরাহ্ন / ৩৩৪
ধুনটে মাস্ক কন‌্যা মুকুট ম‌নির বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও মাস্ক বিতরন


ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া)প্রতি‌নি‌ধিঃ
বগুড়ার ধুনট পৌর এলাকায় বেসরকারি সংস্থা টিএমএসএস’র কর্মী মোর্শেদা হক মুকুট মনির ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ধুনট পৌর এলাকার চরধুনট দূর্গা মন্দির প্রাঙ্গনে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর ফরিদ উদ্দিন, টিএমএসএস ধুনট অঞ্চলের সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, ব্যবসায়ী নুরুন্নবী, স্বেচ্ছাসেবক হিরা, মিতু, নুপুর, সূচনা, নিমাই ও বলরাম প্রমুখ।
উল্লেখ্য, একদিনের এ বিনামূল্যের ক্যাম্পেইনে ৩০০ জনের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা এবং করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য ৫০০জন অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।