ধুনটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ন / ২৯৭
ধুনটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ধুনট উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, যুবলীগ নেতা অমৃত কুমার লিটন, শেখ ফারহান, ছাত্রলীগ নেতা আব্দুল হালিম, রফিকুল ইসলাম, মিশন তালুকদার, হেলাল উদ্দিন সম্রাট, অসিম আকরাম, বৈশাখ হাসান, পিয়াল হাসান, রাসেল মাহমুদ, তুহিন তালুকদার, সফল রানা, অসিম আকরাম, সম্রাট আহমেদ, তারিক হাসান, আরিফ, শেখ সাদি, আসমা নুসরাত লাবনী, আসাদুল ইসলাম, নাঈম ইসলাম, তানভীর, জাকারিয়া, ফয়সাল, শিপন, পিয়াস, রাব্বি, রাকিব, মাসুম তরফদার ও মুঞ্জু প্রমুখ।