ধুনটে মেয়র এ‌জিএম বাদশাহ্ সহ ১৫ জনের জামিনে মু‌ক্তি লাভ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২১, ৫:৪৭ অপরাহ্ন / ৩১৬
ধুনটে মেয়র এ‌জিএম বাদশাহ্ সহ ১৫ জনের জামিনে মু‌ক্তি লাভ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় পৌর মেয়র এজিএম বাদশাহ্ সহ ১৫জন আসামী জামিন লাভ করেছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোমিনুল মনির তাদের জামিন মুঞ্জুর করেন। এরআগে শনিবার রাতে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু বাদী হয়ে তাদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করে।

জামিন প্রাপ্তরা হলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ইমরুল কাদের সেলিম, সাবেক সদস্য সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক গোলাম মুহিত চাঁন, সদস্য সালমান, রাজিবুজ্জামান, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান অন্তর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, সাবেক আহবায়ক বিপুল আহমেদ, উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম মিঠু।

উল্লেখ্য, শনিবার দুপুরে ধুনট উপজেলা পরিষদ সড়কে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। এরমধ্যে জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হারুন বাবু।