ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি উপলক্ষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে উক্ত লটারি অনুষ্ঠিত হয়।
চলতি বছর বিদ্যালয়টির ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ২২৭ শিক্ষার্থী আবেদন করে। এরমধ্য থেকে লটারির মাধ্যমে বিদ্যালয়টির তিনটি শাখায় ১৮০জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া লটারির মাধ্যমে আরও ৩০জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় নির্বাচিত করা হয়েছে। আসন শুন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় থেকে আসন পূরন করা হবে।
লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহীদুর রহমান, ট্রাস্টের সেক্রেটারী হারুনর রশিদ, প্রধান শিক্ষক সেজাব উদ্দিন, ভর্তি পরিচালনা কমিটির আহবায়ক ও অভিভাবক সদস্য মাও. আবুল কাসেম সহ ভর্তি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক সদস্য ও শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :