ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে ৩শত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন। সোমবার দুপুর ২টায় সোনাহাটা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এরআগে তিনি শীতবস্ত্র বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডল।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহবায়ক আব্দুল খালেক মন্ডল, সদস্য মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, নিমগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলেক উদ্দিন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বিএনপি নেতা শফিউল আলম দোলা, আমানুল্লাহ আমান, আনোয়ার হোসেন চঞ্চল, শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের সেক্রেটারী শাহ মোহম্মদ জনি, উপজেলা কৃষকদলের আহবায়ক আফাজ উদ্দিন, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল হালিম, মোহাম্মদ আলী জন, শাহাদৎ হোসেন মিলু, সুমন খন্দকার, মাহমুদুল হাসান সুমন, সাহিদ মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ্ব উদ্দিন মিঠু, মাহবুবুল হক রঞ্জু, মৎস্যজীবীদল নেতা শহিদুল ইসলাম, নূর আলম, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আলম হাসান, রকি, নোমান, সম্রাট, স্বাধীন, শাহাদৎ হোসেন, ইমরান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :