ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় অটোপাশের দাবীতে এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের প্রধান সড়ক গুলোতে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে তারা শহরের চারমাথা এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে।
সমাবেশে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে জিসানুল হাবিব, সোহাগ ইসলাম, জোবায়ের সরকার, রুহুল আমীন, খায়রুল ইসলাম ও আব্দুল্লা আল নাইম বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন করোনা ঝুঁকি নিয়ে আমরা এসএসসি পরীক্ষা দেবো না। বিলম্বে পরীক্ষা নিলে সেশন জটের আশংকা রয়েছে। এজন্য ফেব্রয়ারির মধ্যেই অটোপাশের ঘোষণা চান পরীক্ষার্থীরা।
এদিকে খবর পেয়ে সমাবেশস্থলে উপস্থিত হোন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা। তারা শিক্ষার্থীদের সমাবেশে বক্তব্য দেন। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে কর্মসূচী স্থগিত ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :