ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উপলক্ষ্যে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধুনট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এ উৎসব অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারনে চলতি বছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত-উচ্ছ্বাসিত। তারা নতুন বই ঘ্রাণে মেতেছে।
আপনার মতামত লিখুন :