ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় সেচ নীতিমালা বহির্ভূতভাবে সেচপাম্পের অনুমোদন না দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ধুনট প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেচপাম্প মালিক কাজী মাওলানা মোশারফ হোসেন। তিনি উপজেলার চকডাকাতিয়া গ্রামের আবু তাহের শেখে ছেলে।
লিখিত অভিযোগে মোশারফ হোসেন বলেন, আমি ২০১৯ সালে সেচ নীতিমালা অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত হয়ে সেচপাম্প চালিয়ে আসছি। একই বছর আমার গ্রামের প্রতিবেশী মোকসেদ আলীর ছেলে হাসিবুল ইসলামও সেচ পাম্পের জন্য আবেদন করেন। সেচ নীতিমালা অনুযায়ী এক সেচপাম্প থেকে আরেকটি সেচপাম্পের অনুমতি পাওয়ার জন্য কমপক্ষে ৮০০ফুট দূরত্ব থাকতে হয়। কিন্তু আমার সেচ পাম্পের বোরিং হতে তার আবেদনকৃত সেচপাম্পের দূরত্ব ৪২০ফুট হওয়ায় আবেদনটি বাতিল হয়। এমতাবস্থায় হাসিবুল ইসলাম একই জায়গাতে সেচপাম্পের অনুমোদনের জন্য বিভিন্ন নামে আবেদন করে আসছেন। বিষয়টি জানতে পেরে আমি অভিযোগ দেয়ায় এবছরও তার করা আবেদন বাতিল হয়। বর্তমানে সে অবৈধ উপায়ে সেচপাম্পের অনুমোদন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাকে অভিযোগ না দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেচ নীতিমালা বহির্ভূতভাবে সেচপাম্পের অনুমোদন না দেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :