ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় নিয়োগবিধি সংশোধনকরে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি কর্মসূচি অব্যাহত রয়েছে। বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধুনট উপজেলা শাখার উদ্যোগে শনিবার দ্বিতীয় দিনের মত এ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্ম-বিরতি পালনকালে স্বাস্থ্য সহকারীরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দাবী আদায়ের ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এদিকে স্বাস্থ্য সহকারীদের কর্ম-বিরতি বিরতী কর্মসূচির কারনে উপজেলায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাবী পুরনের লক্ষ্যে সরকারের সুদৃষ্টি কামনা করে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সহসভাপতি আবু মোহাম্মদ জিহাদ, ধুনট উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এসময় স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ আল মামুন, কামরুজ্জামান, শোকরানা, নুরনাহার, মহিউল আলম, লায়লা খাতুন, জাহিদুল ইসলাম, মুসলিমা খাতুন, রাসেল মাহমুদ, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, সঞ্জয় কুমার, ফারুক, আকলিমা খাতুন ও আরেফাতুন্নাহার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :