ধুনটে স্বাস্থ‌্য কর্মকর্তা সস্ত্রীক ক‌রোনায় আক্রান্ত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন / ৪৪১
ধুনটে স্বাস্থ‌্য কর্মকর্তা সস্ত্রীক ক‌রোনায় আক্রান্ত

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপ‌জেলার স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হা‌ছিব ও তাঁর স্ত্রী শামীমা আকতার ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।উপসর্গ দেখা দেবার পর গত ১৯.১২.২০২০ শ‌নিবা‌রে ‌তি‌নি ধুনট উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নমুনা প‌রীক্ষার জ‌ন‌্য দি‌লে প‌রের দিন র‌বিবারে তাঁর ক‌রোনা প‌জে‌টিভ নি‌শ্চিত হয়। এরপর তাঁর স্ত্রী শামীমা আকতারের নমুনা দি‌লে তি‌নিও ক‌রোনা প‌জে‌টিভ সনাক্ত হন। বর্তমা‌নে তারা দুজ‌নে নিজ বা‌ড়ি‌তেই চি‌কিৎস‌কের পরাম‌র্শে চি‌কিৎসা নি‌চ্ছেন।

মোবাই‌লে যোগা‌যোগ ক‌রা হলে উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তা ডা. হাসানুল হা‌ছিব জানান,প্রচন্ড শ্বাসক‌ষ্টের সমস‌্যায় ভুগ‌ছেন তি‌নি। ক‌রোনার দিত্বীয় ধা‌পে সকল‌কে সাবধান থাকার পরামর্শ দিয়ে নি‌জেদের জন‌্য সক‌লের দোয়া কামনা ক‌রেন তি‌নি।