ধুনটে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতর‌ণের উদ্বোধন


প্রকাশের সময় : জুন ৬, ২০২১, ৫:৩৪ অপরাহ্ন / ২৬৪
ধুনটে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতর‌ণের উদ্বোধন

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহের ফরম বিতরণের উদ্বোধন ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, এসএম মাসুদ রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বী, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রহমান, অমৃত সাহা, মাসুদ পারভেজ, রুপম সাহা, জাহাঙ্গীর, লিটন, মোমিন, মাফুজ, মোয়াজ্জেম, সবুজ, সৌরভ, সৈকত ও ছাত্রলীগ নেতা সজিব।