ধুনটে সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২০, ৭:০০ অপরাহ্ন / ৪২৯
ধুনটে সড়কের গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে ৫লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ১১০ মিটার সড়কের নিরাপত্তা দেয়াল (গাইড ওয়াল) ও স্যাংক ফিলিং নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা বিছিরোড হতে সুমার আলীর বাড়ি পর্যন্ত উক্ত নির্মান কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর বাবুল আকতার, নিরঞ্জন কুমার দাস, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, ঠিকাদার তোজাম্মেল হক, সমাজসেবক রফিকুল ইসলাম, সাবেত আলী ও মানিউল্লাহ প্রমুখ।