ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দারের উদ্যোগে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ৪টি মন্দিরের উন্নয়নের জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এসব চেক তুলে দেয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, আওয়ামী লীগ নেতা মাছুম, যুবলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, টেংরাখালী শিতুলী পূজা মন্দির কমিটির সভাপতি নিমাই হাওলাদার ও সাধারণ সম্পাদক বলরাম হাওলাদার প্রমুখ।
আপনার মতামত লিখুন :