ধুনটে ১০১ ভূমিহীন পরিবারে বাসগৃহ ও জমির দলিল হস্তান্তর


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২১, ৬:২৬ অপরাহ্ন / ৩৩৪
ধুনটে ১০১ ভূমিহীন পরিবারে বাসগৃহ ও জমির দলিল হস্তান্তর

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

মুজিববর্ষে সরকারের ঘোষনার আওতায় বগুড়ার ধুনট উপজেলায় গৃহহীন-ভূমিহীন ১০১টি পরিবারের জন্য নির্মিত আধাপাকা বাসগৃহ ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে বাসগৃহের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ভূমি ও পাকা ঘর পাওয়া সুবিধা ভোগীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।