ফজলে রাব্বি মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জনপ্রতি ১২৫ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ধুনট উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গনে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের হাতে এসব গরুর পিলেট খাবার তুলে দেয়া হয়।
গো-খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডা.সাইফুল ইসলাম, ভ্যাটেরেনারী সার্জন মনিরুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, এলডিডিপি প্রকল্পের লাইভস্টক এক্সটেনশন অফিসার সরলা রানী, উপসহকারী প্রাণী সম্পদক কর্মকর্তা আনোয়ার হোসেন ও আদিবাসী নেতা হৃদয়।
আপনার মতামত লিখুন :