ধুনটে ১৯ রোগীকে সরকারিভাবে ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর


প্রকাশের সময় : মে ৯, ২০২১, ৮:২৪ অপরাহ্ন / ২৫৪
ধুনটে ১৯ রোগীকে সরকারিভাবে ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৯ রোগীকে সরকারিভাবে ৫০হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে রোগীদের হাতে উক্ত চেক তুলে দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এর আগে তিনি চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও দফতর সম্পাদক আফছার আলী।