ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের করোনায় কর্মহীন ৪৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, দপ্তর সম্পাদক আফসার আলী, গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :