ধুনটে ৪৭ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২১, ৫:৫৪ অপরাহ্ন / ৪৬৯
ধুনটে ৪৭ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট পৌর এলাকায় প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক সংস্কার ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

সড়কগুলো হচ্ছে ধুনট উপজেলা পরিষদ গেট থেকে মজিবর মন্ডলের বাড়ি পর্যন্ত ৩৪৫মিটার, খাদ্য গুদাম হতে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ৭৫০মিটার ও বাইপাস সড়ক থেকে মাটিকোড়া মসজিদ পর্যন্ত ৫২০মিটার।

শনিবার সড়কগুলোর কার্পেটিং কাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় ধুনট পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আখতার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর মান্নান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা রিমান,উপসহকারী প্রকৌশলী সাজেদী হক,কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু ও ঠিকাদার ছাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।