ধুনটে ৬০০ কৃষ‌কের মা‌ঝে প্রণোদনার বীজ সার বিতরণ


প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ৫:৩১ অপরাহ্ন / ২৮৭
ধুনটে ৬০০ কৃষ‌কের মা‌ঝে প্রণোদনার বীজ সার বিতরণ

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ মৌসুমে উফশী রোপা আমন ও হাইব্রিড রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬০০জন কৃষক এই প্রণোদনা পেয়েছেন। বুধবার সকালে বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীজ সার বিতরণের উদ্বোধণ করেন।

উল্লেখ্য, ৪৮০জন উফশী রোপা আমন চাষীদের ৫কেজি করে বীজ, ১০ কেজি করে ডিওপি ও এমওপি সার এবং ১২০জন হাইব্রীড রোপা আমন চাষীদের ২ কেজি করে বীজ, ২০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।