ধুনটে ৬০০ শীতার্ত প‌রিবা‌রের কম্বল বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২১, ৫:২৯ অপরাহ্ন / ৩০৫
ধুনটে ৬০০ শীতার্ত প‌রিবা‌রের কম্বল বিতরণ

ফজ‌লে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ত্রান তহবিল হতে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন ও পৌর এলাকার শীতার্ত অসহায় ৬০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত কম্বল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যার হারেজ উদ্দিন আকন্দ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, সানোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।