ধুনট উপজেলা সাব রেজিষ্টারকে বিদায়ী সংবর্ধনা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২০, ৫:১৮ অপরাহ্ন / ৩৩০
ধুনট উপজেলা সাব রেজিষ্টারকে বিদায়ী সংবর্ধনা

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। ধুনট উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও উপজেলা সাব রেজিষ্টার কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত সংবর্ধনা দেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা সাব রেজিষ্টারের কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন ধুনট উপজেলা সাব রেজিষ্টার কর্মকর্তা রিপন চন্দ্র মন্ডল। ধুনট উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ধুনট উপজেলা সাব রেজিষ্টারের কার্যালয়ের প্রধান সহকারী তানজিল আল সরকার, দলিল লেখক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা সুজন শেখসহ দলিল লেখক ও নকল নবিস নেতৃবৃন্দ।