ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালাকে সম্মাননা ক্রেস্ট প্রদান কর‌লেন ব্যবসায়ীগণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২১, ৩:৩৭ অপরাহ্ন / ৫৪৪
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালাকে সম্মাননা ক্রেস্ট প্রদান কর‌লেন ব্যবসায়ীগণ


ফজলে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
গত জানুয়ারি মাসে বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কার পাওয়ায় এ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার রাত ৯টার দিকে ধুনট উপজেলাল গোসাইবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল হোসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার এসআই আসাদুজ্জামান, রুহুল আমীন খান, রতন মিয়া, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হজরত আলী, শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামছুল বারী, জহুরুল ইসলাম ও গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।