ধুনট থানা পুলিশের করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও বিনামূল্যে মাস্ক বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন / ৩৮৭
ধুনট থানা পুলিশের করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও বিনামূল্যে মাস্ক বিতরণ


ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ বগুড়া জেলার ধুনট থানা পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করে‌ছে  জনসাধারনের মাস্ক ব‌্যাবহা‌রে উৎসা‌হ বৃ‌দ্ধি করার জন‌্য।  বৃহস্পতিবার‌ সকাল ১১টায় ধুনট থানা গেট থে‌কে শুরু ক‌রে পু‌লি‌শের সুস‌জ্জিত র‌্যা‌লি অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষীন ক‌রে জনসাধারণের মা‌ঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে।এসময় ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই রুহুল আমিন, এসআই রিপন মিয়া, এসআই আহসানুল হক, এসআই মজিবর রহমান, এএসআই রায়হান, এএসআই ফজলুল হক, এএসআই আব্দুল আজিজ ও এএসআই রায়হান, সোবাহানসহ থানার অন‌্যান‌্য পুলিশ সদস্যগন র‌্যা‌লি‌তে অংশ নেন।