ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর এলাকার করোনাকালে বিপদগ্রস্ত নিম্নআয়ের ২৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ধুনট পৌর ভবনে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান,শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আফসার আলী,ধুনট পৌরসভার সচিব শাহিনুর ইসলাম,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ,পৌর কাউন্সিলর বাবুল আখতার, রফিকুল ইসলাম,আলী আজগর মান্নান,রঞ্জু মল্লিক,আপাল শেখ, ফরহাদ হোসেন,জাহাঙ্গীর আলম,রেহেনা খাতুন,শিউলী আকতার ও মালতি খাতুন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেড় লাখ টাকা ব্যয়ে ২৫০টি পরিবারের মধ্যে ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ৫০০গ্রাম করে মুসুর ডাল, তেল, ছোলা, চিনি, খেজুর বিতরণ করা হয়।ধুনট পৌর এলাকার মোটর শ্রমিক,হোটেল শ্রমিক,কুলি শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ এই খাদ্য সহায়তা পেয়েছেন।
আপনার মতামত লিখুন :