ধুনট পৌরসভার ১৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৭৬টাকার সমআয় ও ব্যয়ের বাজেট ঘোষনা


প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ৫:১৪ অপরাহ্ন / ৪৩৫
ধুনট পৌরসভার ১৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৭৬টাকার সমআয় ও ব্যয়ের বাজেট ঘোষনা

ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ

বগুড়ার ধুনট পৌরসভার ২০২১-২২অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সমপরিমান আয় ও ব্যয়ের এই বাজেট নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৭৬টাকা। নতুন এই বাজেটে সড়ক এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজে গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ।

পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী।

অধিবেশনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী সাজেদী হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, পৌর কাউন্সিলর বাবুল আকতার বাবু, রনজু মল্লিক, আপাল সেখ, ফোরহাদ সেখ, সেলিম রেজা রিমান, রফিকুল ইসলাম, মুঞ্জিল হোসেন ও জাহাঙ্গীর আলম।