ফজলে রাব্বী মানু, ধুনট ( বগুড়া ) প্রতিনিধিঃগুড়ার ধুনট পৌরসভায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ পরিবেশে সকার ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটগ্রহণের শুরুতেই প্রত্যেক ভোটকেন্দ্রে নারী ভোটারদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্রের ৩১টি বুথে ১১ হাজার ৭১৩ জন ভোটার বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩৭ এবং নারী ভোটার ৬ হাজার ৭৬ জন। তারা ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদে ৪জন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং ৯টি ভোটকেন্দ্রে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনটি টিমে র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন, তিনটি টিমে বিজিবির সদস্য রয়েছে, পুলিশ সদস্য এবং আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :