ধুন‌টে জি‌পিএল খেলা চলাকালীন ছু‌রিকাঘা‌তে ক‌লেজ ছাত্র আহত


প্রকাশের সময় : মে ১৬, ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ন / ৩৩৫
ধুন‌টে জি‌পিএল খেলা চলাকালীন ছু‌রিকাঘা‌তে ক‌লেজ ছাত্র আহত


ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ঈদ উপলক্ষ্যে ক্রিকেট খেলা চলাকালীন মাঠের ভেতর ঢুকতে নিষেধ করায় জাকির হোসেন স্বাধীন (২২) নামে এক কলেজছাত্র ছুরিকাহত হয়েছে। জাকির হোসেন স্বাধীন উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকার দুদু ব্যাপারীর ছেলে ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। শনিবার দুপুর ১২টার দিকে গোসাইবাড়ী হাইস্কুল খেলার মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয়দের উদ্যোগে গোসাইবাড়ি হাইস্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার দুপুরের দিকে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা চলাকালে গোসাইবাড়ি মাস্টার পাড়ার জিন্নাহর ছেলে সোহেল রানা মাঠের ভেতর প্রবেশের চেষ্টা করে। এসময় দর্শক সারির জাকির হোসেন স্বাধীন তাকে মাঠের ভেতর প্রবেশ করতে নিষেধ করে।
এ ঘটনা নিয়ে দুই জনের মাঝে বাকবিতান্ডার এক পর্যায়ে সোহেল রানা ক্ষুব্ধ হয়ে জাকির হোসেন স্বাধীনকে ছুরিকাঘাত করে। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক রয়েছে। এদিকে জাকির হোসেন স্বাধীন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা খেলার মাঠে পরিচালনা কমিটির মঞ্চ ভাংচুর করেছে।
খেলা পরিচালনা কমিটির সভাপতি নূর আলম বলেন, দুই দর্শকের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাহতের ঘটনা ঘটে। এঘটনার পর ক্রিকেট টুর্নামেন্টের খেলা বন্ধ ঘোষনা করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  সোহেল রানাকে আটকের চেষ্টা চলছে।