ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া)
বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে মাস্ক, স্যানিটাইজারসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এসব সামগ্রী বিতরণ করেছে। শনিবার দিনব্যাপী বিভিন্ন পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সেলিম রেজা ও ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি রাসেল মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :