ধুন‌টে ফুটপাত দখলমুক্ত কর‌তে অ‌ভিযান অব‌্যাহত


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২০, ৮:০৭ পূর্বাহ্ন / ২৩৫
ধুন‌টে ফুটপাত দখলমুক্ত কর‌তে অ‌ভিযান অব‌্যাহত

ফজ‌লে রাব্বী মানু,ধুনট ,বগুড়া থে‌কেঃ বগুড়ার ধুনটে ফুটপাত দখল মুক্ত করতে সোচ্চার ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।প্রথম দফায় অভিযান চালা‌নোর পর আজ বৃহস্পতিবার দুপুরে এই দিত্বীয় দফা অ‌ভিযান চা‌লি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে তিন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বর্তমা‌নে ধুনট শহ‌রে প্রায়সই যানজট দেখা দেয় যার মূল কারন হিসে‌বে ফুটপাত দখল ক‌রে রাস্তার দুপা‌শে অস্থায়ি দোকান ব‌্যাবসয়ী‌দের দৌরত্ব।অ‌বৈধভা‌বে দখলকৃত ফুটপাত উম্মুক্ত কর‌তে এ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।অভিযানকালে সড়ক ও ফুটপাত দখলকারীদের দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়।

এসময় অভিযানকালে ২০০৯ সালের পৌরসভা আইনের এর ১০৯ধারায় ধুনট বাজারের ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও মঞ্জিল হোসেন তাদের কে ১হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানকালে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।