ধুন‌টে ব্যাডমিন্টন খেলা উ‌দ্বোধন কর‌লেন ও‌সি কৃপা সিন্ধু বালা


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২০, ৬:০২ অপরাহ্ন / ৪৯৩
ধুন‌টে ব্যাডমিন্টন খেলা উ‌দ্বোধন কর‌লেন ও‌সি কৃপা সিন্ধু বালা

ফজ‌লে রাব্বী মানু,ধুনট(বগুড়া)‌থেকেঃ বগুড়ার ধুনট থানায় শীতকালের জনপ্রিয় ব‌্যড‌মিন্টন খেলার উ‌দ্বোধন ক‌রে খে‌লোয়ার‌দের মা‌ঝে খেলার সরন্জামা‌দি ও জ‌ার্সি বিতরন ক‌রে‌ছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।বুধবার রাত ৮টায় থানা প্রাঙ্গ‌নে খেলার উ‌দ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছি‌লেন এসআই প্রদীপ কুমার বর্মন,এসআই নুরুজ্জামান,এসআই আ‌নিসুর রহমান,এসআই ম‌জিবুর রহমান,এ এসআই আঃ আ‌জিজ,রায়হান আহ‌ম্মেদ ফজলুল হক,নাজমুল ইসলাম, আ‌জিজুর রহমান এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন প্রথম আলো সাংবা‌দিক মাসুদ রানা,ফজ‌লে রাব্বী মানু,ফারু‌কে আজম হীরা ও হাপন প্রমুখ।