ধুন‌টে ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত আ‌য়োজ‌নে কৃষকলীগ


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন / ৪০১
ধুন‌টে ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত আ‌য়োজ‌নে কৃষকলীগ

ফজ‌লে রাব্বী মানু ধুনট (বগুড়া)‌থে‌কেঃ
বগুড়ার ধুনট উপজেলায় কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রমকে অ‌ধিকতর ত্বরা‌ন্বিত ও গ‌তিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সহসভাপতি আবু বক্কার সিদ্দিক রাজা, সদস্য ডাঃ ইদ্রিস আলী, ধুনট উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, সহসভাপতি সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধুনট পৌর কৃষকলীগের আহবায়ক আব্দুল লতিফ পাখী, কৃষকলীগ নেতা আব্দুর রশিদ, আব্দুল হাকিম, সোহেল রানা, আব্দুল মতিন, শাহিনূর আলম ও জয়নাল আবেদীন প্রমুখ।