ফজলে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কারের তালিকা আরও দীর্ঘ হল। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলমকে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহসিন আলম ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ধুনট পৌরসভা নির্বাচনে অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছিলেন। মহসিন আলম তাঁর পক্ষে দু/ একটি নির্বাচনী সভায় বক্তব্য দিলেও তিনি প্রকৃত পক্ষে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ এর জগ প্রতীকে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। একারনে তাকে ধুনট উপজেলা আওয়ামী লীগ সাময়িক বহিস্কার করেছে। এছাড়া তাকে স্থায়ী বহিস্কার করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে মহসিন আলম বলেন, বিষয়টি আমি অবগত নই। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আমাকে কোন নোটিশ করেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের দিন শেষ পর্যন্তও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক বলেন, উপজেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মহসিন আলমকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
গতকাল ৩০ জানুয়ারি ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশা ৩,৯০৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীকে ৩হাজা ২৩২ভোট পেয়েছেন। ইতিমধ্যে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এজিএম বাদশাহ্, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ কাজ করায় পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএফএম ফজলুল হক, পৌর কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ পাখী, সদস্য জাহিদুল ইসলাম ও সেলিম খাঁনকে বহিস্কার করা হয়। এবার মহসিন আলমকে সাময়িক বহিস্কার করা হলো।
আপনার মতামত লিখুন :