ধুন‌টে মাছ ধর‌তে গি‌য়ে স্কুল ছা‌ত্রের মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২০, ৩:৫৫ অপরাহ্ন / ২৮৬
ধুন‌টে মাছ ধর‌তে গি‌য়ে স্কুল ছা‌ত্রের মৃত্যু

ফজ‌লে রাব্বী মানু,ধুনট (বগুড়া) থে‌কে

বগুড়ার ধুনট উপ‌জেলার এলাঙ্গী ইউ‌নিয়‌নের শৈলমারী গ্রা‌মের আ‌ড়িয়ামারা খা‌লে পা‌নিতে ডু‌বে সা‌ব্বির হো‌সেন (১০) না‌মের এক স্কুল ছা‌ত্রের মৃত্যু হ‌য়ে‌ছে শ‌নিবার দুপুর দেড়টা নাগাদ। নিহত সা‌ব্বির ওই গ্রা‌মের কৃষক ওমর ফারু‌কের ছে‌লে এবং স্থানীয় এক‌টি প্রাথমিক বিদ্যাল‌য়ের তৃতীয় শ্রে‌ণির শিক্ষার্থী।

পা‌রিবা‌রের সদস‌্য সূ‌ত্রে জানা যায়, শ‌নিবার দুপু‌রে দুই বন্ধুর স‌ঙ্গে সা‌ব্বির জাল নি‌য়ে আ‌ড়িয়ামারা খা‌লে মাছ ধর‌তে গি‌য়ে সেখা‌নে অসাবধানতাবসত গভীর পা‌নি‌তে ডু‌বে যায়। এসময় তার দুই বন্ধুর চিৎকা‌রে স্থানীয় লোকজন এ‌গি‌য়ে এ‌সে সা‌ব্বির‌কে উদ্ধার ক‌রে। স্থানীয় লোকজ‌নের সহ‌যোগীতায় ধুনট উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে কত্যর্বরত চি‌কিৎসক সা‌ব্বির হো‌সেন‌কে মৃত ঘোষণা ক‌রেন। এলাঙ্গী ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস্য মাসুদ রানা এতথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।