ধুন‌টে মান‌বিক যোদ্ধার সম্মাননা স্বারক পে‌লেন সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম শ্রাবন


প্রকাশের সময় : মে ২, ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ন / ৫০৬
ধুন‌টে মান‌বিক যোদ্ধার সম্মাননা স্বারক পে‌লেন সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম শ্রাবন


ফজ‌লে রাব্বী মানু, ধুনট (বগুড়া) প্রতি‌নি‌ধিঃ
ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে ২০২০সা‌লে বগুড়ার ধুনট উপ‌জেলায় স‌চেতনতা সৃ‌ষ্টি, অসহায় কর্মহীন বিপদগ্রস্ত মানু‌ষের পা‌শে থে‌কে, ক‌রোনা আক্রান্ত‌দের চি‌কিৎসা সহায়তা দেওয়া এবং ক‌রোনায় মৃত‌দেহ দাফন/ সৎকার কা‌জে নেতৃত্ব দিয়ে‌ মান‌বিক যোদ্ধা হি‌সে‌বে অনবদ‌্য ভূ‌মিকা পালন ক‌রেন ধুনট প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম শ্রাবণ‌।

ক‌রোনাকা‌লে তার এই বি‌শেষ অবদা‌নের জন্য শ‌নিবার সন্ধায় থানা প্রাঙ্গ‌নে আনুষ্ঠা‌নিকভা‌বে ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা ও ধুনট থানা পু‌লি‌শ এ সন্মাননা স্বারক প্রদান ক‌রে‌ন।

এসময় ধুনট থানার পু‌লিশ প‌রিদর্শক( তদন্ত ) ‌জা‌হিদুল হক,মেয়র এ‌জিএম বাদশহ্,ধুনট উপ‌জেলা আওয়‌ামী লীগের সহসভাপ‌তি গোলাম সোবাহান,আ‌সিফ ইকবাল স‌নি,স‌ফিকুল ইসলাম, রেজাউল ক‌রিম, যুগ্ম মম্পাদক মহসীন আলম, সাংগঠ‌নিক সম্পাদক শ‌রিফুল ইসলাম খান,দপ্তর সম্পাদক আফসার আলী,পৌর আওয়ামী লী‌গের যুগ্ম আহবায়ক রা‌কিবুল হাসান বিদ‌্যুৎ, ধুনট প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌ফিকুল আলম,ধুনট থানার উপ পু‌লিশ প‌রিদর্শক আসাদুজ্জামান, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক ব‌নি আ‌মিন মিন্টু,সহ সভাপ‌তি প্রভাষক আলিম আল রাজী বু‌লেট , উপ‌জেলা মহিলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক সুলত‌ানা জাহান, উপ‌জেলা সেচ্ছা‌সেবক লী‌গের সাধারন সম্পাদক হেদায়তু্ল ইসলাম গামা,উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকার,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম র‌নিসহ ধুনট থানা পু‌লি‌শের কর্মকর্তা ও পু‌লিশ সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

সম্মাননা প্রা‌প্তি‌তে ধুনট প্রেসক্লাব প‌রিবার সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম শ্রাবণ‌কে অ‌ভিনন্দন জানি‌য়ে‌ছে।