ধুন‌টে মু‌জিব শতবর্ষের বি‌শেষ প্রক‌ল্পের উ‌দ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২০, ৬:৩১ অপরাহ্ন / ৩৭৭
ধুন‌টে মু‌জিব শতবর্ষের বি‌শেষ প্রক‌ল্পের উ‌দ্বোধন

ফলে রাববী মানু,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন ১০টি পরিবারের জন্য বাসগৃহ নির্মান ও হস্তান্তর প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামে ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে উক্ত বাসগৃহ নির্মান কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, গোলাম মর্তুজা, আব্দুল কাদের, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি আলিম আল রাজী বুলেট, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সহ সম্পাদক সুজন শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোর্তুজা, ইউপি সদস্য লিটন মাহমুদ ও বাদশা মিয়া প্রমুখ।