ফজলে রাব্বী মানু,ধুনট(বগুড়া)থেকেঃ
বগুড়ার ধুনটে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
সমাবেশে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :