ফজলে রাব্বী মানু ধুনট(বগুড়া)থেকেঃ
বগুড়ার ধুনটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রনালয়ের আওতাধীন সি এইচ সি পি দের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়েছে।রবিবার সকাল ১০টার সময় এ বিতরন কর্মসূচী সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা হাসানুল হাসিবের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
ল্যাপটপ বিতরনের সময় সি এইচ সি পি দের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সময়ে প্রত্যন্ত এলাকার সাধারন জনগনের চিকিৎসা সেবার অন্যতম আশ্রয়স্থল হল কমিউনিটি ক্লিনিক আর ক্লিনিকের কেন্দ্রবিন্দু হেলথ কেয়ার প্রভাইডারগন। জনগনের সেবায় আত্ননিয়োগ করার সুযোগ সি এইচসিপিগন পেয়েছেন,সুযোগকে কাজে লাগিয়ে সেবাব্রত হয়ে জনগনের সেবা আন্তরিক ও বন্ধুসুলভভাবে দিতে হবে।
কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন কর্মসূচীর সভাপতি উপজেলা পঃ পঃ কর্মকর্তা ও সি এইচ সি পি এসোসিয়েশনের সভাপতি (ধুনট) আবু সুফিয়ান,মিজানুর রহমান, আল মাসুদ,ফজলে রাব্বী মানু।এসময় তারা তাদের বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :