ফজলে রাব্বী মানু. ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছালাম শেখ (৫২) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় চৌকিবাড়ী ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের মমতাজ উদ্দিন শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্বহরিগাছা বাজার থেকে আ.লীগ নেতা আব্দুস ছালাম ব্যক্তিগত মোটরসাইকেল চালিয়ে বিলকাজুলী গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামে পৌছুলে মোটরসাইকেলটি একটি গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :