ধুন‌ট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা পে‌লেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২১, ১১:১২ অপরাহ্ন / ২৮৮
ধুন‌ট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা পে‌লেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা

ফজ‌লে রাব্বী মানু, ধুনট (বগুড়া)প্রতি‌নি‌ধিঃ

মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাইন্স,বগুড়া অডিটরিয়ামে মাসিক কল‌্যান সভা অনু‌ষ্ঠিত হয়।সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)। উক্ত মাসিক কল্যাণ সভায় অপরাধ দম‌ন এবং আইন-শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌নে ডি‌সেম্বর মা‌সের কর্মকা‌ন্ডের জন্য ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা বগুড়া জেলার শ্রেষ্ঠ অ‌ফিসার ইনচার্জ নির্বা‌চিত হন।কর্মদক্ষতার স্বীকৃতি স্বরুপ তাঁ‌কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।