গত বুধবার (১২ মে) নাটোরে লালপুর উপজেলায় ১০ নং কদিমচিলান ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫৬ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও মাস্ক বিতরণ করেন “সেবা সামাজিক সংঘ” নামের সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন ডেন্টিস মোঃ ইমন আলী, সভাপতি (সেবা সামাজিক সংঘ), জাহাঙ্গীর আলম, সাধারাণ সম্পাদক (সেবা সামাজিক সংঘ) ও সেবা সামাজিক সংঘের কিছু সহযোদ্ধারা। যাদের সম্মেলিত প্রচেষ্টায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সেবা সামাজিক সংঘের সভাপতি ও সাধারাণ সম্পাদকের নেতৃত্বে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই উক্ত সংগঠনটি নানারকম সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে জেলা জুড়ে। গরীব দুস্থ মানুষের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচিতে নিয়মিত ভূমিকা রেখে আসছে। আগামীতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি।
আপনার মতামত লিখুন :