নোবিপ্রবিতে প্রেমবঞ্চিত সংঘের কমিটি গঠন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২১, ১:০৪ পূর্বাহ্ন / ২৪০
নোবিপ্রবিতে প্রেমবঞ্চিত সংঘের কমিটি গঠন

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) সিংগেলদের ঐতিহ্যবাহী ও বহুল জনপ্রিয় সংগঠন বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১১ই ফেব্রুয়ারী)
প্রেমবঞ্চিত সংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতি পদে মনোনীত হয়েছে নোবিপ্রবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম(রিয়াদ) ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন বিভাগের সাব্বির এহসান শাওন।
আগামী তিন দিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোবিপ্রবি প্রেম বঞ্চিত সংঘের সভাপতি রিয়াদ বলেন,”প্রেমের নামে আজ দেশে অশ্লীলতা,নোংরামী,ভন্ডামী শুরু হয়েছে এ থেকে নোবিপ্রবি ক্যাম্পাসকে সব সময় মুক্ত রাখতে চাই।পুঁজিবাদী প্রেম করে যারা সমাজে বিশৃঙ্ক্ষলা সৃষ্টি করছে তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রেমের সুষম বন্টন নিশ্চিত করে এর পবিত্রতা রক্ষা করতে হবে।”